কি করব অবসর গ্রহণ করে ? সকলে প্রশ্ন করছে । একবার ভাবি বেশ কয়েকদিন ঘুমিয়ে নেবো। কিংবা সংসার গুছানোতে মন দিতে পারি। পাঠ্য বই লিখতে পারি । পড়াশোনার ফাঁকফোঁকড় ভরাট করতে পারি। প্রবন্ধ লিখতে পারি। সবচেয়ে বেশী যেটা চাই তা হল বেড়াতে। কিন্তু সুস্থ থাকবো তো ? হে ভগবান সুস্থ রেখো ।
No comments:
Post a Comment