Sunday, August 16, 2015

আমার অবসর কালীন কাগজপত্র গুছানোর দরকার । কিন্তু কিছুতেই কাগজপত্র গুছিয়ে উঠতে পারছিনা । কি যে হবে ভালো লাগছে না । এই কাজটা করতে না পারলে কোন কাজে মন দিতে পারছি না ।

Saturday, August 8, 2015

আজ আমার খুব আনন্দ হচ্ছে । আজ কতদিন পরে হাসুল নিজের থেকে আমাদের  ফোন করল। কত আনন্দ করে কথা বলল। আসলে ও দুই বন্ধুর সাথে মাথেরান বেড়াতে গেছে । সেখানকার সবুজ প্রকৃতি ওর শরীর মন জুড়িয়ে দিচ্ছিল । একটানা অফিস করে শহরের ধূলো ধোঁয়া ওকে ভেতরে ভেতরে অসুস্থ অবসন্ন করে দিয়েছিল। সেজন্য রাগ করার লোক না পেয়ে আমাদের ওপর রাগ করত। কথা বলত না। মেসেজ করলে ভাল করে উত্তর দিত না । আমরা তো ভেবে পেতাম না কি হতে পারে । আসলে ভেতরের ক্লান্তি ওকে বদমেজাজি করেছিল। প্রকৃতি আমাদের কত দরকার কিন্তু আমরা সেটা মনে রাখিনা ।

Friday, August 7, 2015

কি করব অবসর গ্রহণ করে ? সকলে প্রশ্ন করছে । একবার ভাবি বেশ কয়েকদিন ঘুমিয়ে নেবো। কিংবা সংসার গুছানোতে মন দিতে পারি। পাঠ্য বই লিখতে পারি । পড়াশোনার ফাঁকফোঁকড় ভরাট করতে পারি। প্রবন্ধ লিখতে পারি। সবচেয়ে বেশী যেটা চাই তা হল বেড়াতে। কিন্তু সুস্থ থাকবো তো ? হে ভগবান সুস্থ রেখো ।